চেক আউট সেকশনে প্রডাক্ট এসাইন করবেন যেভাবে
ল্যান্ডিং পেজ এর মাধ্যমে প্রডাক্ট সেল করার পদ্ধতিটি একটি ইফেক্টিভ সিস্টেম। ক্লাউড ই-স্টোরে ফ্রীতেই একটি ল্যান্ডিং পেজ তৈরি করে আপনার প্রোডাক্ট বা সার্ভিস সেল করুন খুব সহযেই।
ল্যান্ডিং পেজে একটি সেকশন হচ্ছে চেক আউট সেকশন যেখানে আপনি আপনার প্রোডাক্ট কিভাবে এসাইন করবেন আসুন সেটি দেখে নেই।
প্রথমে ড্যাশবোর্ড হতে CartFlows মেন্যু থেকে Funnels এ যাবেন।

এবারে আপনি আপনার লিস্টে থাকা ফানেল টিতে ক্লিক করে স্টেপ লিস্ট এ যাবেন।

এখানে Checkout যে স্টেপটা আছে সেটার একদম ডানে দেখবেন একটি সেটিং আইকন আছে সেটাতে ক্লিক করবেন।

এবারে দেখুন আপনার জন্য একটি সাইড প্যানেল ওপেন হবে সেখানে দেয়া আমাদের ডেমো প্রডাক্ট টি ডিলিট আইকনে ক্লিক করে ডিলিট করে নিন।

এবারে Find products ফিল্ড এ আপনার প্রডাক্ট এর নাম বা কোড দিয়ে সার্চ করে আপনার প্রডাক্ট টি সিলেক্ট করে নিন এবং ডানে থাকা +Add বাটনটিতে ক্লিক করে প্রোডাক্ট টি যুক্ত করে নিন।
এবারে ডানে উপরে থাকা Save Settings বাটনে ক্লিক করে সেভ করে নিন।

ব্যাস এবার আপনার ল্যান্ডিং পেজে ভিজিট করে দেখুন আপনার সিলেক্ট করা প্রোডাক্ট টি যুক্ত হয়ে গিয়েছে।
আরো ভালোভাবে জানতে নিচের দেয়া ভিডিওটি দেখে আসুন।